
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় আজ ও কাল । নিচু এলাকা গুলি তে জলমগ্ন হওয়ার আশঙ্খা করা হচ্ছে।বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এদিকে, আবারও নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। যার জেরে গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে জেলাজুড়ে। রাতভর নাগাড়ে বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। চলছে নাগাড়ে বৃষ্টি।
