মাল্দায় মানিকচকে বন্যার জল বাড়ছে হু হু মানিকচকেই গতকাল ত্রাণ নিয়ে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরতেই কার্যত লুঠ হয়ে যায় ত্রাণ। মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। নেপালের কোশি ও গন্ডক নদীর জল ছাড়ায়, সেই জল বিহার হয়ে বাংলায় ঢুকতে শুরু করবে। ফলে মানিকচকের ভূতনি-সহ বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা। দেড়মাস আগে গঙ্গার রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ভূতনি। জলবন্দি হয়ে আছেন প্রায় এক লক্ষ মানুষ। প্রশাসনের তরফে ৩০টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত দেড়মাসে মানিকচকে বন্যায় প্রাণ গিয়েছে ৯ জনের। রতুয়ার মহানন্দ টোলা ও বিলাইমারি এলাকাতেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা।
Shilton Paul : বালি ইয়ংগ সোসাইটি ক্লাব এর উদ্বোধনে হাজির হলেন বাজ পাখি শিলটন পাল, এবং কি বর্তা রাখলেন জেনে নিন ।
তিনি বর্তা রাখলেন আজীবন মোহন বাগান ক্লাব সমর্থন করবেন এবং জয় হউক মোহন বাগানের । শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে জানাই। বালি ইয়ংগ সোসাইটি ক্লাব আগামী দিন গুলোতে জেনে এই ভাবেই…