সময়ের সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্ত্রোত্রপাঠকে বিভিন্ন মাধ্যমে নানা আঙ্গিকে পরিবেশন করা হয়। আর এবার এই ‘মহিষাসুরমর্দ্দিনী’ অনুষ্ঠানকে দর্শকের কাছে একটু অন্যরকম ভাবে পরিবেশনা করার যৌথ উদ্যোগ নিয়েছে জিও সিনেমা বাংলা এবং কালার্স বাংলা।
পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজো মানেই সাদা কাশফুল, পেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। রাত পোহালেই মহালয়া। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। এই ‘মহিষাসুরমর্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না। ১৯৩১ সালে আকাশবাণীতে প্রথম সম্প্রচারিত হয় ‘মহিষাসুরমর্দ্দিনী’। এতটা সময় পেরিয়ে গেলেও এখনও এই বেতার অনুষ্ঠান বাঙালির কাছে সমানভাবে জনপ্রিয়।