১০ টির বেশি প্রতিমা বন্যার জলে নষ্ট হয়ে যায়। শুধু মাড়োখানাই নয়, খানাকুলের একাধিক জায়গায় সুসজ্জিত প্রতিমা মণ্ডপে পাঠানোর আগেই এমন বিপত্তি ঘটে। দক্ষিণ বঙ্গে ভেসে গিয়েছে জেলার পর জেলা। বানভাসি পরিস্থিতিতে একটু শুকনো জমির খোঁজে মানুষ । আস্তে আস্তে জল নামতে শুরু করলেও, স্তস্তির চিহ্ন দেখতে পাচ্ছে না মানুষ। পুজোর আগে বৃষ্টির সঙ্কেত দিয়েছে আবহাওয়া দফতর। তাতে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে খানাকুলে দেখা গেল এক মর্মান্তিক ছবি।
Shilton Paul : বালি ইয়ংগ সোসাইটি ক্লাব এর উদ্বোধনে হাজির হলেন বাজ পাখি শিলটন পাল, এবং কি বর্তা রাখলেন জেনে নিন ।
তিনি বর্তা রাখলেন আজীবন মোহন বাগান ক্লাব সমর্থন করবেন এবং জয় হউক মোহন বাগানের । শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে জানাই। বালি ইয়ংগ সোসাইটি ক্লাব আগামী দিন গুলোতে জেনে এই ভাবেই…